ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

হাকিমপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৪, ৩০ জানুয়ারি ২০২১

তৃতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রচন্ড শীতের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি খানিকটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের  জামিল হোসেন চলন্ত, ধানের শীষ প্রতীকে বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সুরুজ আলী শেখ ও নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র হিসেবে মিশর উদ্দিন সুজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন লড়ছেন। ১২টি ভোট কেন্দ্রে ২১ হাজার ৬৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

ভোট প্রদান করা কয়েকজন ভোটার বলেন, শান্তিপূর্ণভাবে নিরিবিলি পরিবেশে ভোট দিয়েছি, কোথাও কোন সমস্যা হয়নি। আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছি। কেন্দ্রগুলোতে বুথের সংখ্যা বেশি হওয়ায় খুব তাড়াতাড়ি ভোট দেওয়া যাচ্ছে এতে করে কেন্দ্রগুলোতে ভোটারদের কোন ভিড় নেই। শীতের কারণে মানুষজন সকালের দিকে কম হলেও পরে যে যার মতো আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন।’

আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, ‘আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। উন্নয়ন ও অগ্রগতির জন্য জনগণ আমাকেই ভোট প্রদান করবেন। তাই জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ 

বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ভোটকেন্দ্রের ভেতরের পরিবেশ ভালো রয়েছে। তবে কেন্দ্রের বাহিরে সড়কে নৌকা প্রতীক নিয়ে চিল্লাচ্ছে এতে করে বাহিরের পরিবেশ বেশ খারাপ। বিভিন্ন স্থানে মারমুখী পরিবেশ দেখে আসলাম। আমাদের বিএনপির এক সমর্থককে মারধর করা হয়েছে। এতে করে আমি আশঙ্কা করছি যেকোন খারাপ কিছু ঘটনা ঘটতে পারে। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার বলেন, ‘অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে কেন্দ্রগুলোতে ১৮৫ জন পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি বিজিবি, র‍্যাব, আনসার সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যবৃ্ন্দ নিয়োজিত রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়নি, হাকিমপুরের মানুষ শান্তি প্রিয় আশা করি শেষ পর্যন্ত কোন বিশৃঙ্খলা হবে না। শীতের কারণে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে। ’

হাকিমপুর পৌরসভা নির্বাচনে দায়ীত্বরত রিটার্নিং অফিসার কামরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী পরিবেশ দেখভালের জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে র‍্যাব, ২ প্লাটুন বিজিবি ও পুলিশের মোবাইল টিম রয়েছে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি